জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই মডেল কলেজটি নানা চড়াই-উৎরাই পেরিয়ে প্রতিষ্ঠার দুই যুগ পরে ২০২৩ সালের ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর বিশেষ আদেশ...
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই মডেল কলেজটি নানা চড়াই-উৎরাই পেরিয়ে প্রতিষ্ঠার দুই যুগ পরে ২০২৩ সালের ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর বিশেষ আদেশে দেশের ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একযোগে এমপিওভুক্ত করা হয়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে মাত্রাই মডেল কলেজ পরিবারের উদ্যোগে গত শনিবার ওই কলেজ চত্বরে ৫০ মণ চাল, ৯০ মণ আলু এবং ২০ মণ খাশির গোস্ত দিয়ে প্রায় ১৫ হাজার মানুষকে মেজবানদারী করা হয় বলে জানান মাত্রাই মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব হাসান।
এর আগে মাত্রাই মডেল কলেজ চত্বরে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক। এ সময় আরও বক্তব্য
দেন শিরট্টি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শাহজাহান আলী, মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক ও মাত্রাই মডেল কলেজের প্রভাষক আব্দুল কাদের, মিসেস সাবিনা হাবিব তালুকদার, মাত্রাই উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক রকিবুল ইসলাম, মাত্রাই মডেল কলেজের জীববিদ্যা বিষয়ের প্রদর্শক আমানুর রহমান তালুকদার আমান প্রমুখ। আলোচনা সভা শেষে আগামী ৪ মে অনুষ্ঠিতব্য কালাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে উপস্থিত জনগণের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগীতা চান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিকের সহধর্মিণী মিসেস সাবিনা হাবিব তালুকদার।
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই