জয়পুরহাটের কালাই উপজেলার গোহারা এলাকা থেকে আব্দুর রহমান (৫০) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে কালাই থানা পুলিশ। আজ বুধবার (৬ মার্চ ) সকালে...
জয়পুরহাটের কালাই উপজেলার গোহারা এলাকা থেকে আব্দুর রহমান (৫০) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে কালাই থানা পুলিশ। আজ বুধবার (৬ মার্চ ) সকালে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী।
নিহত আব্দুর রহমান জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইল গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে।
ওসি ওয়াসিম আল বারী জানান, আব্দুর রহমান শারীরিক ভাবে অসুস্থ এবং এ্যাজমা রোগী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর বাড়ি ফেরেনি। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আজ বুধবার সকালে গোহারা মাঠের একটি বীজতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় শারীরিক অসুস্থতার কারনে ধানের বীজতলায় পড়ে মারা গেছেন। নিহতের লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মো: চঞ্চল বাবু/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই