জয়পুরহাটের ক্ষেতলালে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কের বটতলীর তালতলী নামক স্থানে প্রশিক্ষণকার, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছ...
জয়পুরহাটের ক্ষেতলালে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কের বটতলীর তালতলী নামক স্থানে প্রশিক্ষণকার, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ মোটরসাইকেল আরোহী ও অটোরিকশা চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬ টায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কের বটতলী তালতলী নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী কালাই উপজেলার সুরাইল গ্রামের নজরুল ইসলামের ছেলে রিফাত (২৩), একই গ্রামের আবুল কাশেমের ছেলে সাব্বির (২১), আব্দুল মালেকের ছেলে মেহেদী (১৯) এবং অটোরিকশা চালক বটতলী মৃধাপাড়া গ্রামের মৃত ইসমাইলের ছেলে আব্দুস সালাম (৪০)।
৫ আহতের মধ্যে প্রশিক্ষণকারের চালক আহত হলেও সে পালাতক থাকায় তার পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী রিফাত (২৩) এর অবস্থা আশঙ্কাজনক৷
আহত ব্যক্তিদের স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন৷ আহতদের মধ্যে ৩জনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে বগুড়া থেকে জয়পুরহাট গামী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশিক্ষণ কাজে ব্যবহৃত একটি প্রশিক্ষণ গাড়ী (ঢাকা মেট্রো ঠ-১৩-৬৮-০৮) এবং বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের সাথে সাথে পার্শ্ব রাস্তা থেকে উঠে আসা একটি অটোরিকশাতেও ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ যাত্রী আহত হন।
ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাইভেটকার ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গিয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে৷
মোঃ আমানুল্লাহ আমান।
কোন মন্তব্য নেই