জয়পুরহাটের কালাই পৌরসভায় ইমারত ও ভূমির বার্ষিক মূল্যের উপর পৌরকর নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় কালা...
জয়পুরহাটের কালাই পৌরসভায় ইমারত ও ভূমির বার্ষিক মূল্যের উপর পৌরকর নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় কালাই পৌরসভার আয়োজনে পৌরসভার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম। এসময় পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, কর নিরুপণ ও আদায় কমিটির কর্মকর্তা- কর্মচারীসহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই