সরকারের পদত্যাগ ও ‘অবৈধ সংসদ’ বাতিলের দাবি করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ক্ষেতলাল উপজ...
সরকারের পদত্যাগ ও ‘অবৈধ সংসদ’ বাতিলের দাবি করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ক্ষেতলাল উপজেলা বিএনপির নেতারা।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্ষেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান,সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পার্থ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাস আলী, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আঃ আলীম, সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু,জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজাহাত হোসেন রনি, শাকিল মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান রেজা, মোমিন খন্দকার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন উপস্থিত ছিলেন।
মোঃ আমানুল্লাহ আমান।
কোন মন্তব্য নেই