দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট সামছুল আলম দুদু ৯৬ হাজার ১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট সামছুল আলম দুদু ৯৬ হাজার ১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাচি প্রতীকের আব্দুল আজিজ মোল্লা পেয়েছেন ৪৭ হাজার ৭৭৬ ভোট।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাত ৯টা ২৫ মিনিটে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী এ ফল ঘোষণা করেন।
শাহিদুল ইসলাম সবুজ।
কোন মন্তব্য নেই