জয়পুরহাট-২ আসনে জাল ভোট দিতে আসার ঘটনায় দুটি কেন্দ্র থেকে তিনজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে জেলার কালাই উপজেলার মাত্রাই উচ্চ বিদ্যালয় কেন্...
জেলার কালাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবেল উদ্দিন রোববার বিকেল সাড়ে তিনটায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ' আটক যুবক-যুবতীরা জাল ভোট দিতে এসেছিলেন। কিন্তু ভোট দিতে পারেননি। এদের মধ্যে আব্দুল মোমেনকে বেলা দুটার দিকে মাত্রাই উচ্চ বিদ্যালয় এবং অন্য দুজনকে বেলা আড়াইটার দিকে কাটাহার দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।'
এ বিষয়ে কী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানতে চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান বলেন, ' সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে সাজার বিষয়ে জেনে নিন। '
এরপর মাত্রাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মিনহাজুল ইসলামের কাছে সাজার বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে কাটাহার দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রেজাউল করিমের সঙ্গে মুঠোফোনে বারবার চেষ্টা করা হয়। কিন্তু তিনি সারা না দেওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
মো: আতাউর রহমান।
কোন মন্তব্য নেই