ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে লিফলেট বিতরণ ও ঝটিকা মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। মঙ্গলবা...
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে লিফলেট বিতরণ ও ঝটিকা মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। মঙ্গলবার বিকেল ৪ টায় কালাই বাসট্যান্ড চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
লিফলেট বিতরণ ও ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য আব্বাস আলী, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন, আক্কেলপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ হারুন প্রমুখ।
আতাউর রহমান।
কোন মন্তব্য নেই