জয়পুরহাটের কালাই পৌর শহরের যানজট নিরসনে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে ঘন্টাব্যাপী অবস্থান নিয়ে কালাই বাসস্ট্যান্ডে রাস্তার...
জয়পুরহাটের কালাই পৌর শহরের যানজট নিরসনে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে ঘন্টাব্যাপী অবস্থান নিয়ে কালাই বাসস্ট্যান্ডে রাস্তার দুপাশে সিএনজি, অটোরিকশা,অটোভ্যান ও ফুটপাত দখল করে ব্যবসায়ীদের সরিয়ে যেতে বলা হয়।
পৌর শহরের সদর রোডে যানজট সৃষ্টির কারনে সাধারণ মানুষের জনদুর্ভোগের কথা ভেবে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত ও কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা যানজট নিরসনের জন্য শৃঙ্খলা আনতে বিভিন্ন নির্দেশনা দেন। এসময় সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন সুন্দর শহর বির্নিমানে সহযোগিতা চেয়েছেন।
ইউএনও জানান, নির্ধারিত সিএনজি স্ট্যান্ড না থাকায় শহরের সড়কে দু’পাশে সিএনজি অটোরিকশা সারিবদ্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই