দিনাজপুরের বিরামপুরে শারমিন ফিলিং স্টেশনে আগুন লেগেছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।...
দিনাজপুরের বিরামপুরে শারমিন ফিলিং স্টেশনে আগুন লেগেছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বিরামপুর উপজেলার রেলগেটের পাশের শারমিন ফিলিং স্টেশনে আগুন লাগে। নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যায়। বিরামপুর ও ফুলবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও এসে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ বিষয়ে তিনি বলতে পারেননি।
এ বিষয়ে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, তেলের পাম্পে তেল ঢালতে গিয়ে তাদের অসাবধানতার কারণে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই