সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ক্ষেতলালবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে ক্ষেতলাল উপজেলা বিএনপির নেতাকর্মীরা। শনিবা...
সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ক্ষেতলালবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে ক্ষেতলাল উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার শিবপুর বাজারসহ আলমপুর ইউনিয়নের সকল বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় দলীয় নেতাকর্মীসহ বিএনপির উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতারা এসব লিফলেট বিতরণ করেন।
ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা,সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য মো: আব্বাস আলী, বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদল এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির প্রায় শতাধিক নেতা কর্মীদের নিয়ে জয়পুরহাট জেলা ক্ষেতলাল উপজেলার আলামপুর ইউনিয়নের প্রতিটি হাটবাজারে ভোট বর্জনের লিফলেট বিতরণ।
এসময় উপস্থিত ছিলেন কৃষকদলের আহবায়ক জাকির তালুকদার, যুবনেতা শাহান,নয়ন,আলিম মাস্টার,মামুন,সাইফুল ইসলাম, শাকিল তালুকদার, মোফাজ্জল,ছাত্রদলের আহবায়ক এমএ হাসান, ছাত্রদলের সদস্য সচিব রাশেদ,আবির,জাহাঙ্গীর, সবুজসহ প্রমুখ।
আমানুল্লাহ আমান/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই