দিনাজপুরের হাকিমপুর প্রেস ক্লাবের দুই বছর (২০২৩-২০২৫) মেয়াদে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
দিনাজপুরের হাকিমপুর প্রেস ক্লাবের দুই বছর (২০২৩-২০২৫) মেয়াদে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত আটটায় হাকিমপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১৩ সদস্যের এ নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রেসক্লাবের পূর্বের কমিটির সভাপতি ও দৈনিক কালের কন্ঠ ও বৈশাখী টিভির হিলি প্রতিনিধি মোঃ গোলাম মোস্তাফিজার রহমান মিলন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের বর্তমান কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, পূর্বের কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, সাঃ সম্পাদক মোঃ মুরাদ ইমাম কবিরসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্য বৃন্দ।
প্রেস ক্লাবের ২০২৩-২৫ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে দৈনিক ইত্তেফাক ও এনটিভির হিলি প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক খোলা কাগজ ও গাজী টিভির হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন (বুলু) নির্বাচিত হয়েছেন।
কমিটির বিভিন্ন পদে নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম সুইট (দৈনিক আজকের দেশবার্তা), যুগ্ম সম্পাদক মোঃ তাছির উদ্দিন বাপ্পি, দৈনিক ডেলটা টাইমস, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুল হক রুবেল, ডিবিসি টিভি, কোষাধ্যক্ষ মোঃ হালিম আল রাজি, দৈনিক বণিক বার্তা ও মাছরাঙ্গা টিভি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস আলী, বাংলা টিভি, দপ্তর সম্পাদক মোঃ নুরুজ্জামান আলী, দৈনিক আলোকিত বাংলাদেশ, ধর্ম, ক্রীড়া, কল্যাণ বিষয়ক সম্পাদক আলম হোসেন অলি, দৈনিক পত্রা আলাপ, সাহিত্য সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক এইচ এম আওলাদ হোসেন, দৈনিক বর্তমান।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন, মোঃ শাহিন আলম, এশিয়ান টিভি, মোঃ সামছুল আলম, মোঃ মোকছেদুল মমিন মোয়াজ্জেম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই