দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি অব্যাহত রয়েছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে কোন কোন আলু আমদানিকারকরা পুরতন আলুর এলসি'তে ন...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি অব্যাহত রয়েছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে কোন কোন আলু আমদানিকারকরা পুরতন আলুর এলসি'তে নতুন আলু আমদানি করছেন। এর ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন।
রোববার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের উপ-কমিশনার বায়জিদ হোসেন।
তিনি জানান, গতকাল শনিবার সন্ধ্যায় মেসার্স অনি এন্টার প্রাইজ নামে এক আমদানিকারক প্রতিষ্ঠান ৪০ মেট্রিকটন নতুন আলু আমদানি করেন। কিন্তু সেই আলুর ঘোষনা দেওয়া হয় পুরাতন। অবশেষে হিলি স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তাদের চোখে ধরা পড়ে। মিস ডিগলারেশনে আলু আমদানির কারনে প্রথম অবস্থায় ১ লক্ষ ৪ হাজার টাকা অতিরিক্ত শুল্ক আদায় করা হয় এবং অনিয়মের কারনে আরো ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখার জন্য ভারত থেকে আলু আমদানি সিন্ধান্ত নেয় সরকার। এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি স্বাভাবিক রয়েছে। তবে কিছু অসাধু আমদানিকারক পুরাতন আলুর আমদানির ঘোষনা দিয়ে নতুন আলু আমদানি করছেন। আমরা হিলি কাস্টমস সব সময় সতর্ক রয়েছি।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই