দেশে এই প্রথম ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ভারতীয় পাঁচটি আলু বোঝাই ট্রাকে ১...
দেশে এই প্রথম ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ভারতীয় পাঁচটি আলু বোঝাই ট্রাকে ১৩৫ মেট্রিক টন বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এই আমদানি শুরু হয়েছে। এসব আলু আমদানি করা হচ্ছে ১৫০ মার্কিন ডলারে।
হিলি পোর্ট উপ-সহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দর দিয়ে ৩৫ জন আমদানিকারক সাড়ে ২৭ হাজার আলু আমদানির অনুমতি পেয়েছেন।
এদিকে আলু আমদানির খবরে হিলির বাজারে কমতে শুরু করেছে দাম। কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের আলু ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ টাকা এবং ছোট জাতের আলু ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। আলু আমদানি হবে এমন সংবাদে মোকামগুলোতে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই