জয়পুরহাটের কালাইয়ে পালিত হয়েছে ৫২ তম জাতীয় সমবায় দিবস। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্...
জয়পুরহাটের কালাইয়ে পালিত হয়েছে ৫২ তম জাতীয় সমবায় দিবস। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি। প্রধান অতিথির বক্তব্য দেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াসীম আল বারী, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মাহববুর রহমান ও মর্তুজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা মনীশ চন্দ্র চৌধুরী, সমবায় অফিসের অফিস সহকারী হারুনুর রশীদ, সফল সমবায়ী আব্দুল গাফফার প্রমুখ।
আতাউর রহমান/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই