জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় মনি খাতুন (৩০) নামের এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহা...
জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় মনি খাতুন (৩০) নামের এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর ষ্টেশনে আসার আগমুহুূর্তে হাস্তাবসন্তপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মনি খাতুন উপজেলার সোনামুখি ইউনিয়নের গণিপুর গ্রামের মোজাহার আলীর মেয়ে বলে জানা যায়।
স্থানীয় এলাকাবাসী জানান, নিহত ওই নারী ট্রেন আসার সময় হাস্তাবসন্তপুর এলাকার রেল ব্রীজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ট্রেনের চালক গতি কমিয়ে ক্রমাগত হর্ণ দিলে মনি খাতুন দ্রুত ব্রীজ পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু রেল ব্রিজ পার হওয়ার আগেই পিছন থেকে ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই নিহত হয় তিনি।
আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাষ্টার খাতিজা খাতুন বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে একজন নারীর মৃত্যু হয়েছে। শান্তাহার রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
শান্তাহার রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুর বিষয়ে আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
নিউজ ডেস্ক/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই