জয়পুরহাট স্টুডেন্টস এসোসিয়েশন বগুড়া (জেসাব) এর আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। (১৮ নভেম্বর) শনিবার সকালে পৌরপার্কে শহীদ...
জয়পুরহাট স্টুডেন্টস এসোসিয়েশন বগুড়া (জেসাব) এর আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। (১৮ নভেম্বর) শনিবার সকালে পৌরপার্কে শহীদ টিটু মিলনায়তনে এ কমিটির ঘোষণা করেন জয়পুরিয়ান ট্রাষ্টের চিফ কো-অর্ডিনেটর রানা মাসুদুর রহমান ও জয়েন্ট চিফ কো- অর্ডিনেটর এবিএম ইমরুল হাসান সৈকত।
নতুন কমিটির সভাপতি হয়েছেন রেজওয়ানুল ইসলাম রুপক সাধারণ সম্পাদক হয়েছেন নাহিদ হাসান নিশান।
এছাড়াও কমিটিতে রয়েছেন কার্যকরি সভাপতি মহসীন আলী মোহন, সিনিয়র সহ সভাপতি শিহাব আহমেদ জয়, সহ সভাপতি হাসিবুল হাসান হিমু, সহ সভাপতি রুবাইয়া খানম রুবি, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহামিদুল কবির সুপ্ত, সহ সাংগঠনিক সম্পাদক শাহ সুলতান মন্ডল, দপ্তর সম্পাদক সোহেল রানা, উপ দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ শাওন, ছাত্রী বিষয়ক সম্পাদক মৌসুমি মোজাহিদ জুথী।
জয়পুরহাট ডিস্ট্রিক্ট স্টুডেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এর আহ্বায়ক ডাঃ আব্দুল হাই সিদ্দিক আপন ও সদস্য সচিব তানভীর রহমান স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেন এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই