জয়পুরহাটে পাথরবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের...
জয়পুরহাটে পাথরবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের পুরনাপৈল রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলার হিচমী বাইপাস এলাকা থেকে রায়হান মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রায়হান মণ্ডল সদর উপজেলার হিচমী এলাকার বাসিন্দা।
শুক্রবার (১৭ নভেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক।
র্যাব জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের পুরনাপৈল রেল ক্রসিংয়ে পাথরবোঝাই ট্রাকটি গতি কমালে ১০-১২ জন দুর্বৃত্ত ইটপাটকেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। তাৎক্ষণিক ট্রাকের চালক ও অন্য গাড়ির লোকজন এসে পাশের খাদ থেকে পানি এনে আগুন নিভিয়ে ফেলে।
এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় হিচমী বাইপাস এলাকা থেকে রায়হানকে গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বলেন, ‘ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় জয়পুরহাট থানায় বিস্ফোরক আইনে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই রায়হান মণ্ডলকে হিচমী এলাকা থেকে গ্রেপ্তার করে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
শফিউল বারী রাসেল।
কোন মন্তব্য নেই