'জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি' এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাটের কালাইয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিব...
'জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি' এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাটের কালাইয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কালাই সদর রোডে র্যালী ও উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলি আকবর, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক চঞ্চলসহ আরো অনেকে।
এসময় পৌরসভার প্যানেল মেয়র সিরাজুল ইসলাম, উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ ফাহমিদা লিনা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, পৌরসভার সকল কাউন্সিলর, ইউপি মেম্বার, গ্রাম পুলিশ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত তিন মাসের ফলাফলের ভিত্তিতে রাজশাহী বিভাগের মধ্যে কালাই উপজেলা প্রথম স্থান অধিকার করে এবং সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই