জয়পুরহাটে পুলিশ কর্তৃক মামলা তদন্তের পর আদালতে প্রেরিত পুলিশ রিপোর্টের ওপর কোর্টের সাজা প্রদানের হার বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ হওয়ায় আবারও দ...
জয়পুরহাটে পুলিশ কর্তৃক মামলা তদন্তের পর আদালতে প্রেরিত পুলিশ রিপোর্টের ওপর কোর্টের সাজা প্রদানের হার বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ হওয়ায় আবারও দেশ সেরা প্রথম জয়পুরহাট জেলা পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ত্রৈমাসিক কনফারেন্সে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সকল ইউনিট প্রধানগণ। ওয়ারেন্ট তামিলেও ধারাবাহিকভাবে ওয়ারেন্ট মাস্টার খ্যাত জয়পুরহাট জেলার পুলিশ সুপার নূরে আলম সারাদেশে এবারও জিআর, সিআর ও সাজা তিনটি ক্যাটাগরিতেই ওয়ারেন্ট তামিলে প্রথম স্থান অর্জন করেছেন।
এছাড়া আইনশৃঙ্খলা উন্নয়ন সূচকে সারা বাংলাদেশে ‘গ’ ক্যাটাগরিতে জয়পুরহাট জেলা বরাবরের মতো প্রথম স্থান অক্ষুণ্ণ রেখেছে। এজন্যও পুলিশ সুপার নূরে আলমকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম বলেন, জয়পুরহাট জেলা পুলিশ টিম ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এ লক্ষ্যে মামলা তদন্ত কার্যক্রম সঠিকভাবে তদারকির পাশাপাশি বিচারিক কার্যক্রমের সময় সঠিকভাবে সাক্ষী হাজির করাটাও আমি নিবিড়ভাবে তদারকি করি। আসামি গ্রেপ্তারের বিষয়টি আমি অত্যন্ত গুরুত্ব সহকারে তদারকি করা হয়। ফলে সাজা প্রদানের হার ৬৭.৬৮% যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। এজন্য বাংলাদেশে জয়পুরহাট জেলা প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।
হারুনুর রশীদ।
কোন মন্তব্য নেই