জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন। মঙ্গলবার বেলা ১১টায় সমন্বিত কৃষি ইউনিটভুক্ত প্রাণিসম্পদ খাতের আওতায় নিরাপদ টিম ...
জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন। মঙ্গলবার বেলা ১১টায় সমন্বিত কৃষি ইউনিটভুক্ত প্রাণিসম্পদ খাতের আওতায় নিরাপদ টিম উৎপাদনে হাইব্রিড লেয়ার মুরগি পালন
উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জয়পুরহাট সদর উপজেলার নুরপুর গ্রামে 'জেআরডিএম' এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারী সংস্থা 'জেআরডিএমে'র সহকারি পরিচালক ওয়ালিউজ্জামান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মহির উদ্দিন। আরও বক্তব্য দেন 'জেআরডিএমে'র প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা কৃষিবিদ ইমুনা পারভিন টুম্পা, লেয়ার মুরগি পালনকারী উদ্যোক্তা প্রমিতা রায় প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ' আমিশের চাহিদা পূরণে প্রতিদিন একটি করে ডিম খাওয়া উচিত। ডিম ওজন নিয়ন্ত্রণে রাখে এবং চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ডিম শিশুর দৈহিক বৃদ্ধিসহ হাড় শক্ত করতে এবং মেধার বিকাশে খুবই কার্যকর। ডিমের কুসুমে থাকা ভিটামিন ডি, হাড়ের জন্য ভালো।'
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই