সার্বজনীন শারদীয় দূর্গোৎসব উৎযাপন উপলক্ষে টানা ৭ দিন বন্ধে পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু। এদিকে...
সার্বজনীন শারদীয় দূর্গোৎসব উৎযাপন উপলক্ষে টানা ৭ দিন বন্ধে পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু। এদিকে হিলি পানামা পোর্ট এ লোড-আনলোডের কার্যক্রম স্বাভাবিক ছিলো।পাশাপাশি হিলি চেকপোষ্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোটধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করে জানান,শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে ভারতের হিলির ব্যবসায়ী সংগঠন এক্সপোটার এন্ড ক্লিয়ারিং এজেন্টস এ্যাসোসিয়েনের আবেদনের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) থেকে বুধবার (২৫ অক্টোবর) পর্যন্ত টানা ৭ দিন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো । ছুটি শেষে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে যথারিতি কার্যক্রম আবারও চালু হয়েছে।
পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ জানান,ব্যবসায়ীদের পক্ষ থেকে দু’দেশের মধ্যে বানিজ্য বন্ধ থাকলেও সরকারী ঘোষিত ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বন্দরের লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক ছিলো।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টর ওসি শেখ আশরাফুল আলম জানান, শারদীয় দূর্গোৎসব উৎযাপনে বন্দর দিয়ে কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই