৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীরদের নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠ...
৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীরদের নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কবি কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এ সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.সাইফুল ইসলাম বকুল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মো. মনোয়ারুল ইসলাম হাসান, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দীন প্রমুখ। এ সমাবেশে সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর।
কোন মন্তব্য নেই