দিনাজপুরের হিলিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে জিআর এর ডিও (চাল) বিতরণ করা হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা পর...
দিনাজপুরের হিলিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে জিআর এর ডিও (চাল) বিতরণ করা হয়েছে।
আজ রবিবার বেলা সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার,উপজেলা প্রকল্প কর্মকর্তা নুরুন্নবী সহ আরো অনেকে।
এসময় উপজেলার ২১টি মন্দিরে ৫০০ কেজি করে মোট ১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। মন্দিরের সভাপতি/সাধারণ সম্পাদকরা এই চাল গ্রহণ করেন।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই