Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

যেকোনো কাজই ছোট থেকে শুরু করতে হবে- এভারেস্ট জয়ী নিশাত

বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী নিশাত মজুমদার বলেছেন, 'কাজের সফলতা আসে আত্মবিশ্বাসে। যেকোনো কাজই ছোট থেকে শুরু করতে হবে। আর আত্মবিশ্ব...

বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী নিশাত মজুমদার বলেছেন, 'কাজের সফলতা আসে আত্মবিশ্বাসে। যেকোনো কাজই ছোট থেকে শুরু করতে হবে। আর আত্মবিশ্বাস জাগিয়ে রেখে সামনের দিকে এগোতে হবে। তাহলে দেখা যাবে, একদিন তা বড় কাজ হয়ে গেছে।' 

শুক্রবার জয়পুরহাট জেলা শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত দুদিনব্যাপী পাঠাগার উৎসবের সমাপনী দিনের বক্তব্যে তিনি একথা বলেন। 

নিশাত মজুমদার আরও বলেন, 'চিন্তায় কি মানুষ মেয়ে থাকে? স্বপ্নের কি নারী-পুরুষ আছে? না নেই। ঠিক একই ভাবে যেকোনো কাজই আমরা যখন করি, সেটার আসলে কোন নারী-পুরুষ থাকেনা। আসলে মনের মধ্যে আমরা যে স্বপ্ন ধরে রাখি, সেটারও কোন নারী-পুরুষ নেই বা থাকেনা। আমি কি স্বপ্ন দেখছি, নিজেকে আমি কোথায় দেখতে চাই, আমি কি করতে চাই, আমি কি হতে চাই; এই যে স্বপ্নটা, সেটা কিভাবে আমি বাস্তবায়ন করবো- বই পড়ার মাধ্যমে সেটা স্থির করতে পারি। আর বই পড়ার মাধ্যমে স্বপ্নটাকে উজ্জীবিত করা যায়। এরপর এক সময় স্বপ্নের পথে ধীরে ধীরে এগুতে হবে।  কিভাবে এগোব? সেটা এমন- আমি যদি ১০০ কিলোমিটার দূরে যেতে চাই, তাহলে প্রথম দিন আমি এক কিলোমিটার দৌড়াবো। তার পরের দিন আমি ২ কিলোমিটার দৌড়াবো। তারপর তিন কিলোমিটার যাব। এইযে ধীরে ধীরে এগোনো- এটাই সঠিক নিয়ম।'

কাজে সফল হওয়ার জন্য আত্মবিশ্বাস প্রসঙ্গে এই এভারেস্ট জয়ী নারী বলেন, 'আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা দুঃসময় আসে, যখন মনে হয় -এই কাজটা আমি আর পারবোনা। আমি বুঝি হেরে গেলাম। না। আমরা কখনো হেরে যাবো না। সব সময় মনের মধ্যে সাহস আর আত্মবিশ্বাস জাগিয়ে রাখবো। এভাবে যদি আত্মবিশ্বাস জগিয়ে রাখো,নিজের সাথে নিজে কথা বল; দেখবে- একদিন তোমরাও সফলতা নামক এভারেস্টের ওই শিখরে পৌঁছতে পারবে।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগার উৎসব কমিটির আহবায়ক সংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল হক বাবুল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাখি বিশেষজ্ঞ এবং পর্যটক এনাম আল হক, বাংলাদেশ লাইব্রেরি আন্দোলনের সভাপতি কাশেম মাসুদ, জয়পুরহাট জেলা রেড ক্রিসেন্টে সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী প্রমুখ। 

পাঠাগার উৎসব কমিটির আহবায়ক আমিনুল হক বাবুল জানান, পারিবারিক পাঠাগার উৎসবে- ১ হাজার শিক্ষার্থীকে ১০টি করে বই, ১টি করে গাছের চারা ও নিজ নামে ১টি করে পাঠাগারের সিল দেওয়া হয়।

মো. আতাউর রহমান।

 

কোন মন্তব্য নেই

Ads Place