'বিনিযোগে অগ্রধিকার, কন্যাশিশুর অধিকার'- প্রতিপাদ্যে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জয়পুরহাটের কালাইয়ে জাতীয় কন্যাশিশু দ...
'বিনিযোগে অগ্রধিকার, কন্যাশিশুর অধিকার'- প্রতিপাদ্যে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জয়পুরহাটের কালাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। শনিবার সকালে কালাই উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও জান্নাত আরা তিথি। এ সময় আরও বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়নুল নাজমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, মুক্তি যোদ্ধা মনীশ চন্দ্র চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষণ কর্মকর্তা আতাউর রহমার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, 'সরকারি-বেসরকারি নানা পদক্ষেপের কারণে, দেশে কন্যা শিশুদের শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। বাল্যবিবাহ ও যৌতুকের হার কমেছে। '
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই