Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

মাদক এবং মোবাইলের আসক্তি কমাতে প্রীতি ফুটবল ম্যাচে নিজেই খেললেন ডিসি

জয়পুরহাটে 'ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল/ মাদক মোবাইল ছেড়ে খেলতে চল'- স্লোগানে জেলা বনাম উপজেলা প্রশাসন প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে...

জয়পুরহাটে 'ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল/ মাদক মোবাইল ছেড়ে খেলতে চল'- স্লোগানে জেলা বনাম উপজেলা প্রশাসন প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলার কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 'কালাই উপজেলা ক্রীড়া সংস্থা' এ খেলার আয়োজন করে। তরুণ এবং যুবক শিক্ষার্থীদের মাদক এবং মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে আনার জন্য সমগ্র জেলার পাঁচটি উপজেলায় পর্যায়ক্রমে এ খেলা অনুষ্ঠিত হবে। 

খেলায় জেলা প্রশাসনের পক্ষে ১০ নম্বর জার্সি পরে তিনি অধিনায়কত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। তিনি রক্ষণভাগে খেলে প্রথমার্ধে ১৪ মিনিটের মাথায় প্রথম গোল করেন। উভয় দলের ২২ জন খেলোয়ার তাদের দক্ষতা প্রমাণে আপ্রাণ চেষ্টা করেন। খেলোয়ারদের নৈপুণ্য দেখার জন্য মাঠের চারপাশের শিক্ষার্থীসহ নানা শ্রণি পেশার মানুষ উৎসাহ দিতে থাকেন। এভাবে দ্বিতীয়ার্ধের ২ মিনিটের মাথায় উপজেলা প্রশাসনের পক্ষে ৯ নম্বর জার্সি পরিহিত শাহেদের গোলে খেলায় সমতা আসে। এক ঘন্টার এ খেলার পুরো সময় জুড়ে ছিল টানটান উত্তেজনা। এমন ফুটবল টুর্ণামেন্ট দেখতে পেরে দারুণ খুশি দর্শকরা।

খেলোয়ার সেলিম জানান, খেলায় হারজিত বড় বিষয় নয়, আমরা যে টুর্ণামেন্টে খেলেছি সেখানে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী নিজেই অংশগ্রহণ করেছেন। সে জন্য  আমরা আনন্দিত। 

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী  জানান, শিক্ষার্থীদের মাদক এবং মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে এনে তাদের স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে আনতেই এমন ফুটবল টুর্ণামেন্টের আয়োজন। পুরো খেলা জুড়ে ছিলো প্রাণ চাঞ্চল্য। সকলেই তা উপভোগ করেছেন। 

এ প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ লেবু, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, কালাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনি তালুকদার প্রমুখ। 

মো. আতাউর রহমান।

 

কোন মন্তব্য নেই

Ads Place