হিলি সীমান্ত পরিদর্শন করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক ড. এস এল থাওসেন। আজ শুক্রবার দুপুরে হিলি সীমান্ত পরিদর্শনে এল...
হিলি সীমান্ত পরিদর্শন করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক ড. এস এল থাওসেন।
আজ শুক্রবার দুপুরে হিলি সীমান্ত পরিদর্শনে এলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট শূন্যরেখায় বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার রাসেদুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় জয়পুরহাট ২০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম, হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদর মাহাবুব ইসলাম ও উভয় দেশের সীমন্তরক্ষী বাহিনীর নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার রাসেদুল ইসলাম জানান, বিএসএফের মহাপরিচালক ভারতের নর্থ বেঙ্গল ফ্রন্ট পরিদর্শনের অংশ হিসেবে হিলি সীমান্তে এলে তাকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো এবং কুশল বিনিময় করা হয়।
কোন মন্তব্য নেই