জয়পুরহাটে ৩ লাখ ৪৬ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে এক ...
জয়পুরহাটে ৩ লাখ ৪৬ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫।
এর আগে, সোমবার (১৭ এপ্রিল) রাত ২ টার দিকে সদর উপজেলার তেতুলতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন, জয়পুরহাট সদর উপজেলার নাকুরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোঃ রিমন (২৭) ও মৃত নুরুজ্জামানের ছেলে রনি মন্ডল (৩০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বিপুল পরিমান জালনোটসহ একটি চক্র সদর উপজেলার তেতুলতলী এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালনোটসহ তাদের আটক করা হয়।ঈদ উল ফিতরকে সামনে রেখে এসব জাল টাকা লাখে ১২ হাজার টাকা মূল্যে কিনে এনে ব্যাংকের টাকার বান্ডিলের মধ্যে কৌশলে ঢুকিয়ে দিয়ে চালাতো বলে প্রকাশ্যে স্বীকার করে। এছাড়াও তারা বিভিন্ন বিপণী বিতানে কৌশলে এসব নোট চালাতো বলে তারা স্বীকার করে।
র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মো. মোস্তফা জামান জানান, অভিযুক্ত আসামিদ্বয় দীর্ঘদিন যাবত জয়পুরহাট সদর ও আশেপাশের এলাকায় জাল টাকা বিতরণ করে আসছিল। এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
জনি সরকার।
কোন মন্তব্য নেই