Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

সকালে সূর্যের প্রথম রশ্মির সঙ্গে শুরু হয়েছে বাংলা নতুন বছর “১৪৩০”। এবারও রমজান মাস, অন্যদিকে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ উৎসব’কে কেন...

সকালে সূর্যের প্রথম রশ্মির সঙ্গে শুরু হয়েছে বাংলা নতুন বছর “১৪৩০”। এবারও রমজান মাস, অন্যদিকে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ উৎসব’কে কেন্দ্র করে জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপযাপন হয়েছে বাংলা বর্ষবরণ “পহেলা বৈশাখ-১৪৩০”। এ নতুন বছরকে স্বাগত জানাতে, উদ্যাপন করতে সমগ্র বাঙালি জাতি আজ এক কাতারে। ধর্ম, বর্ণ, সকলগোত্র নির্বিশেষে বাঙালির একমাত্র উৎসবের দিন এটি। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনে এলাকার ও ভিনদেশী তরুণ-তরুণী, শিশু-কিশোর, নারী-পুরুষ এবং উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, কালাই পৌরসভা ও প্রেসক্লাব-কালাইসহ বিভিন্ন সংগঠনেরা নিজস্ব দেশি পোষাকে ভিন্ন ভিন্ন সাজে ব্যানার, ফেষ্টুন, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়। এক বিশাল শোভাযাত্রা কালাই-মোকামতলা মহাসড়কে প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। উক্ত বাংলা বর্ষবরণ শোভাযাত্রার নের্তৃত্ব দেন উপজেলার নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো. ফজলুর রহমান।

পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পহেলা বৈশাখের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গানে-গানে মাতিয়ে তোলেন এলাকার বিভিন্ন বয়সের শিল্পীরা। 

এরপরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, উপজেলা পরিষদের মহিলা-ভাইস চেয়ারম্যান মোছা. সাবানা আক্তার, কালাই পৌরসভার মেয়র মোছা.রাবেয়া সুলতানা কাজল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো. ফজলুর রহমান, প্রেসক্লাব-কালাই এর উপদেষ্টামন্ডলী বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুনীশ চৌধুরী, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো.নাজিম উদ্দিন, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেন্দ্র নাথ দাস প্রমুখ।

এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে এক দিনের জন্য বসে পহেলা বৈশাখ মেলা। সেই মেলায় পুরোনো ঐতিহ্যকে ধরে রাখতে সেই পুরোনো দিনের বিয়ের একমাত্র বাহন পালকী, মালা-মালের বাহনকারী গরু ও ঘোড়া গাড়ী, লাঠি-খেলা, মাছধরা খলশানী, পলই, কৃষি কাজে ব্যবহারিত লাঙ্গল-জোয়াল, পানি দেওয়া শিনি, তামাক সেবনের জন্য হুকা, নাগরদোলা, ঝড়-বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য মাতল, বাইস্কোপ, গান-বাজনার জন্য হারমুনিয়াম, বাঁশি,তবলাসহ নানা ধরনের আসবাবপত্র প্রদর্শন করা হয়।

তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর।



 

কোন মন্তব্য নেই

Ads Place