দিনাজপুরের হিলি সীমান্ত, পোর্ট, ইমিগ্রেশন পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার। ভারতীয় সীমান্ত রক্ষিবাহি...
দিনাজপুরের হিলি সীমান্ত, পোর্ট, ইমিগ্রেশন পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার। ভারতীয় সীমান্ত রক্ষিবাহিনী (বিএসএফ) বাংলাদেশ সীমান্ত রক্ষিবাহিনী (বিজিবি) সদস্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। রোববার (২ এপ্রিল) দুপুরে হিলি চেকপোস্টে এসে পৌঁছান তিনি।
এসময় হাকিমপুর (হিলি) উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ও হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া সহ অনেকেই তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
পরিদর্শনকালে বন্দরের আমদানি-রপ্তানি কারকরা ও ব্যবসায়ীরা তাঁর সাথে ব্যবসায়ী, পাসপোর্ট ভিসাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই