ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটের কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন কর...
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটের কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
বুধবার (৮মার্চ) সকাল ১১টায় কালাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে কালাই সদর রোডে র্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রত্না রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা সাবানা আক্তার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায়,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেরিনা আক্তার মেরী,কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ, মুক্তিযোদ্ধা বাবু মনীশ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে নারীদের অবদান, উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
নারী দিবস উপলক্ষে উপজেলার সফল উদ্যোক্তা হিসেবে সফলতার গল্প শোনান ব্রাক প্রতিনিধি খাতিজা খাতুন, আতাহার জুথি মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী হাবিবা জাহান জার্সিয়া, মহিলা সংস্থার প্রতিনিধি হ্যাপি আক্তার।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই