প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থধাপে উপহার হিসেবে দুই শতক জমিসহ একটি করে নতুন ঘর পেয়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার ভূমিহীন ও গৃ...
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থধাপে উপহার হিসেবে দুই শতক জমিসহ একটি করে নতুন ঘর পেয়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবার।
বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হয়ে চতুর্থধাপে ৩৯ হাজার ৩৬৫টি নির্মাণকৃত বাড়ী ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে উপহার হিসেবে জমিসহ একটি সেমিপাকা ঘরের চাবি হস্তান্তর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই অংশ হিসেবে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচিত ভূমিহীন ও গৃহহীন ২৫টি পরিবারগুলোর হাতে নতুন ঘরের দলিলপত্র এবং চাবি হস্তান্তর করা হয়েছে।
কালাই উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাত্রাই ইউপি চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলি আকবর, মুক্তিযোদ্ধা বাবু মুনিষ চৌধুরী, উপজেলার সকল দপ্তরের প্রধান, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউএনও জান্নাত আরা তিথি বলেন, উপজেলায় ১৮০ টি উপহারের ঘর রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে এসব পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে উপজেলার সকল দপ্তরের এগিয়েই আসার আহবান জানান। আসন্ন রমযানে নতুন ঘর পেয়ে ভুমিহীন ও গৃহহীন এসব পরিবারের ঈদ উৎসব আনন্দের মধ্যে কাটাবে বলেও জানান তিনি।
উল্লেখ্য উপজেলায় ২৫ টি গৃহের মধ্যে জিন্দারপুর ইউনিয়নে ১০, মাত্রাই ৪, আহমেদাবাদ ১,পুনট ৬ এবং উদয়পুরে ৪ টি ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নতুন ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন ইউএনও জান্নাত আরা তিথি।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই