জয়পুরহাটের কালাইয়ে এবার ভুমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ২৫ টি বাড়ি। ২ শতক জমিসহ নির্মাণকৃত ২৫টি সেমিপাকা ঘর আগামী ২২ মার্চ গৃহহীনদের মাঝে হ...
জয়পুরহাটের কালাইয়ে এবার ভুমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ২৫ টি বাড়ি। ২ শতক জমিসহ নির্মাণকৃত ২৫টি সেমিপাকা ঘর আগামী ২২ মার্চ গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে ঘরগুলোর নির্মাণ কাজ শেষ হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি।
তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ২২ মার্চ সারা দেশে ৪র্থ ধাপে একযোগে জমিসহ ৪৯ হাজার ৪২৭টি নির্মাণকৃত বাড়ীর চাবি ও দলিল গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করবেন। এরমধ্যে কালাই উপজেলাতে ২ শতক জমির দলিলসহ ২৫টি বাড়ীর চাবী গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। সেই সাথে কালাই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনাও করা হবে।
উপজেলায় ২৫ টি গৃহের মধ্যে জিন্দারপুর ইউনিয়নে ১০, মাত্রাই ৪, আহমেদাবাদ ১,পুনট ৬ এবং উদয়পুরে ৪ টি ঘর নির্মাণ করা হয়েছে। এ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করতে এবং কালাই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করতে আশ্রয়ণ ২ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটি, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য বক্তিবর্গকে নিয়ে ইতপূর্বে যৌথসভাও করা হয়েছে।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই