ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিক শামসুজ্জামানের মুক্তিসহ 'প্রথম আলো'র সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার...
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিক শামসুজ্জামানের মুক্তিসহ 'প্রথম আলো'র সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শুক্রবার বিকেল ৩টায় জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
মানববন্ধন কর্মসূচি চলাকালে মাছরাঙ্গা টিভির সংবাদদাতা মামুনুর রশিদের সঞ্চালনায় বক্তব্য দেন প্রথম আলোর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক সুয়াইয়া পারভীন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তরা বলেন, 'ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের মুখ বন্ধ করা হচ্ছে। সত্য প্রকাশের পথ বাধাগ্রস্ত হচ্ছে। সংবাদ প্রকাশের ফলে কেউ সংক্ষুব্ধ হলে, তিনি প্রতিবাদ জানাতে পারেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারেন; প্রয়োজনে সেখানে মামলাও করতে পারেন। কিন্তু তা না করে, সাংবাদিকদের উপর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে আটক করা হচ্ছে। যা কারও কাম্য নয়। তাই অতিবিলম্বে আমরা এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি।'
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই