Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

স্বাধীনতা দিবসে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি সীমান্তে একে অপরকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সী...

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি সীমান্তে একে অপরকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

আজ রোববার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেটে বিজিবি ও বিএসএফের মধ্যে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে বিএসএফ সদস্যদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টির প্যাকেট তুলে দেন হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহবুবুর রহমান। এ সময় ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে এসআই ইউকে পিলাই আরেকটি মিষ্টির প্যাকেট দিয়ে বিজিবি সদস্যদের শুভেচ্ছা জানান।

এ সময় ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের এসআই ইউকে পিলাই বলেন, ‘আমরা সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করি। আমাদের সঙ্গে বিজিবির ভালো সম্পর্ক রয়েছে। বিভিন্ন উপলক্ষে এ ধরনের আয়োজন আমাদের সুসম্পর্ককে আরও মজবুত করে।’

এ বিষয়ে বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহবুবুর রহমান বলেন, ‘সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে সুসম্পর্ক রয়েছে। আমরা এবং তারা সীমান্ত সুরক্ষায় একই দায়িত্ব পালন করি। তাই বন্ধুপ্রতিম দুই দেশের জাতীয় এবং ধর্মীয় উপলক্ষগুলোতে আমরা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে থাকি। এতে উভয় বাহিনীর মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় থাকে। ফলে সীমান্তের যেকোনো সমস্যা সমাধান করা আমাদের পক্ষে সহজ হয়।’

এ সময় চেকপোস্টে বিজিবি ও বিএসএফের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের এমন আয়োজন উপভোগ করেন বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীসহ বহু স্থানীয় মানুষ।



 

কোন মন্তব্য নেই

Ads Place