Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে বাজার মনিটরিং করলেন ইউএনও

পবিত্র রমজান মাস উপলক্ষে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে কালাই উপজেলা প্রশাসন।  শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা ন...

পবিত্র রমজান মাস উপলক্ষে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে কালাই উপজেলা প্রশাসন। 

শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি'র নেতৃত্বে কালাই থানা পুলিশের সহযোগিতায় বাজার পরিদর্শন করেন।

পৌর শহরের দৈনিক বাজার ও পুরাতন  হাট বাজারের কাঁচাবাজার, মাছ-বাজার, ও পেঁয়াজ ব্যবসায়ীদের সতর্ক করতে মনিটরিং করা হয়। রমজানকে ঘিরে যেন দাম বাড়ানো না হয় সে জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

তিনি প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ প্রদান করেন, আড়তদারদের পেঁয়াজ বা অন্য কোনো মালামাল নিয়ে কারসাজি না করতে নির্দেশ প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য কিনতে পারেন সে ব্যাপারে উপজেলায়  প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে। 

বাজারের সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও অতিরিক্ত মুনাফা লাভ করে জনজীবনকে দুর্বিষহ না করতে সকলকে আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি। 

এসময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, জনপ্রতিনিধি,বাজার কমিটি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আব্দুন নুর নাহিদ।



 

কোন মন্তব্য নেই

Ads Place