নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে...
শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। এর পরে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, হিলি স্থল শুল্কস্টেশনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে কেক কেটে জন্মদিন পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
এসময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোকলেদা খাতুন, কৃষি কর্মকর্তা ড.মমতাজ সুলতানা,স্বাস্থ্য কর্মকর্তা ডা: শ্যামল কুমার দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, থানার ওসি আবু সায়েম মিয়া,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাব মল্লিক,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই