স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ...
স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এই প্রদর্শনীর মেলার উদ্বোধন করা হয়। পরে উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন।
এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার,উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.মাহবুবুর রহমান,প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.নাসরিন নাহারসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও খামাড়িদের সাথে কথা বলেন। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার গরু ছাগল ভেড়াসহ বিভিন্ন ধরনের পাখির খামাড়িগন ৫০ টি স্টল দিয়ে তাদের খামাড়ের প্রাণিগুলো প্রদর্শন করেন। মেলা সকাল থেকে শুরু হয়ে আজ বিকেল ৫ টা পর্যন্ত চলবে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই