জয়পুরহাটের কালাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে জনসচেতনতামূলক অগ্নি-নির্বাপণ মহড়া ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রু...
জয়পুরহাটের কালাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে জনসচেতনতামূলক অগ্নি-নির্বাপণ মহড়া ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় কালাই-বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন মল্লিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে এ মহড়া অনুষ্ঠিত হয়।
অগ্নিকাণ্ড ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কর্মশালা ও মহড়ায় অগ্নিকান্ড, ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলার কৌশল প্রদর্শিত হয়।
স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণ-সচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কালাই এর স্টেশন মাস্টার বজলুর রশিদ, লিডার শাহ আলম ও ফায়ার ফাইটারদের উপস্থিতিতে কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়। এসময় মল্লিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী ও সকল স্টাফসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই