স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে জয়পুরহাটের কালাইয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ পালিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ...
উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দফতর চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি'র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা কাজল ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার।
এছাড়াও আলোচনায় অংশ নেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা বাবু মুনিষ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ জুয়েল হোসেন, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন।
সফল খামারিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন চঞ্চল গোট ফার্মের সত্বাধিকারী মোয়াজ্জেম হোসেন।
আলোচনায় অতিথিরা বলেন সমাজ ও অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান ব্যাপক ও বহুমুখি। এদেশের কৃষি খাত মুলত মিশ্র পদ্ধতি যেখানে কৃষকরা শষ্য চাষের পাশাপাশি গবাদি পশু-পাখি পালন করে থাকেন। জনগণের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের দুধ, মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে মেধাবী জাতি গঠনে প্রাণিসস্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণী প্রদর্শনীর সকল স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠান শেষে প্রাণীর প্রজাতি ভেদে ও প্রাণিজাত পণ্য ক্যাটাগরিতে ১ম, ২য়, ৩য় স্থান নির্ধারন করে পুরষ্কার সরূপ চেক ও সার্টিফিকেট প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: মাহফুজার রহমান, জেলা ভেটেনারি সার্জন ডাঃ মো: রোস্তম আলী সহ অতিথি বৃন্দ।
আব্দুন নুর নাহিদ/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই