নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে- সরকারের পদত্যাগ, পার্লামেন্ট বাতিলসহ ১০ দফা আদায় এবং গ্রেপ্তার সকল নেতাকর্মীর ম...
নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে- সরকারের পদত্যাগ, পার্লামেন্ট বাতিলসহ ১০ দফা আদায় এবং গ্রেপ্তার সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে জয়পুরহাট জেলা বিএনপির গণ-মিছিল ও সমাবেশ করেছে। শনিবার দুপুরে জেলার চিনিকল এলাকা থেকে গণ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য প্রকৌশলী গোলাম মোস্তফা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য ফয়সাল আলীম।
গণ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গণ-মিছিল শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সরদার লিয়াকত হোসেন। এ সময় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য প্রকৌশলী গোলাম মোস্তফা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য ফয়সাল আলীম প্রমুখ।
এ সময় সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, 'আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। তাতে বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক নেতাকর্মীর জামানত বাজেয়াপ্ত হবে। সেই ভয়ে সরকারের মাথা খারাপ হয়েছে। তাই উনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) উনার কিছু অনুগত নেতাকর্মীদের মাধ্যমে বিএনপির দলীয় কার্যালয়ে বোমা রেখে মিথ্যে মামলা দিয়েছেন। সেই মামলায় মির্জা ফখরুলসহ অন্যান্য নেতাকর্মীদের গ্রেপ্তার করেছেন। তাই আমাদের দাবি সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই