ব্যবসায়িরা নীলফামারী থেকে গরু কিনে ট্রাক যোগে যাচ্ছিলেন পাবনায়। পথে জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় পৌঁছিলে ওই তিনজন ব্যক্তি লাঠির ইশারায় ট্রাক ...
ব্যবসায়িরা নীলফামারী থেকে গরু কিনে ট্রাক যোগে যাচ্ছিলেন পাবনায়। পথে জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় পৌঁছিলে ওই তিনজন ব্যক্তি লাঠির ইশারায় ট্রাক থামান। এরপর ভয়ভীতি দেখিয়ে ৮ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। কিন্তু ব্যবসায়িরা অসম্মতি জানান। এতে তাঁদের ট্রাকে আগুন দেওয়ার ভয় দেখানো হয়। তাতেও কাজ না হওয়ায় তাঁদেরকে ঘটনা স্থলে একটি ঘরে আটকে রাখা হয়। তখন জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন দিয়ে রক্ষা পান গরু ব্যবসায়িরা। গত বুধবার সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় ৩ জন গ্রেপ্তার হয়েছে।
এ ঘটনায় গরু ব্যবসায়ী আরজু প্রামাণিক বাদী হয়ে বুধবার রাতেই একটি মামলা করেন। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়পুরহাট সদরের দস্তপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আবু হাসনাত (৩০), জেলা শহরের আরামনগর বিশ্বাসপাড়া মহল্লার এনামুল হকের ছেলে নাজমুল হক (৩৮) এবং ওই উপজেলার চক-গোপাল গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ফরমান আলী (৪৭)।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর (৯৯৯) থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে। তাঁরা গরু ব্যবসায়িকে উদ্ধার করে। এ ঘটনায় বুুুধবার রাতেই থানায় মামলায় আবু হাসনাত ও নাজমুল হক নামে দুই জনকে গ্রেপ্তার দেখানো হয়। পরে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় ফরমান আলীকে। বৃহস্পতিবারই আদালতের মাধ্যমে তাঁদের জেল হাজতে পাঠানো হয়েছে। আর ব্যবসায়ীরা গরু নিয়ে তাঁদের গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছেন।'
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই