Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে জেল হত্যা দিবস পালিত

জয়পুরহাটের কালাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার  শাহাদাত বার্ষিকী ও জেল হত্যা দিবস পালিত হয়েছে।  বৃহ...

জয়পুরহাটের কালাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার  শাহাদাত বার্ষিকী ও জেল হত্যা দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

জেলহত্যা দিবসকে কেন্দ্র করে কালাই পৌরসভায় ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, শত্রুরা ভেবেছিল বঙ্গবন্ধুর সাথে জাতীয় এ চার নেতাকে হত্যা করলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়া যাবে। কিন্তু ওরা জানতো না যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নিশ্চিহ্ন করা সম্ভব না। আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুসংগঠিত। তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। আজকের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা কাজ করে যাবো।

কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান এর সঞ্চালনায় উপজেলা আওয়ামীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা কাজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা ও সাবানা আক্তার।

এছাড়াও বক্তব্য রাখেন আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলি আকবর, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম ও রত্না রশিদ,মাত্রাই ইউপি আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, উদয়পুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম নয়ন চৌধুরী, আহম্মেদাবাদ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিনজিনুর রহমান এলিন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ছানাউল হক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুবিনুল হক মুবিন, উপজেলা ছাত্র লীগের আহবায়ক তৌফিকুল ইসলাম তৌহিদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

আব্দুন নুর নাহিদ।



কোন মন্তব্য নেই

Ads Place