Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

জয়পুরহাটে নির্বাচনে হেরে এসি খুলে নিয়ে গেলেন সাবেক চেয়ারম্যান

জয়পুরহাটে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হেরে যাওয়ার ক্ষোভে কার্যালয়ের অফিস রুমে লাগানো এসি খুলে নিয়ে যান সাবেক চেয়ারম্যান হাইকুল ইসলাম। ক্ষে...

জয়পুরহাটে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হেরে যাওয়ার ক্ষোভে কার্যালয়ের অফিস রুমে লাগানো এসি খুলে নিয়ে যান সাবেক চেয়ারম্যান হাইকুল ইসলাম। ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউপি নির্বাচনে পরাজিত হওয়ার পর পরিষদের অফিস রুমে লাগানো এসিটি তিনি বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে খুলে নিয়ে যান। 

বুধবার (২ নভেম্বর) ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে প্রার্থী হাইকুল ইসলাম বিজয়ী হতে পারেননি। ৩ হাজার ৪০১ ভোটের ব্যবধানে তিনি আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বজলুর রশিদের কাছে হেরে যান। এর পরদিন এসিটি খুলে নিয়ে যান।

ওই পরিষদের গ্রাম পুলিশ সামছুল ইসলাম বলেন, এসি তো চেয়ারম্যানের রুমেই ছিল। আজ ভ্যান নিয়ে এসে খুলে নিয়ে যান। এটি পরিষদের টাকার না ওনার ব্যক্তিগত টাকা দিয়ে কেনা তা আমি বলতে পারবো না।

ইউনিয়ন পরিষদের এসি খুলে নেওয়ার খবর শুনে পরিষদ এলাকায় বিকেলে মানুষের ভিড় জমে। এ সময় স্থানীয় কয়েকজন বলেন, ইউনিয়ন পরিষদে লাগানো মানে এটি সরকারি টাকায় কেনা। তাহলে এই এসি কেন খুলে নিয়ে যাবে। এভাবে নিয়ে যাওয়া মানে চুরি করা। 

ইউনিয়ন পরিষদ এলাকার বাসিন্দা রাহেনা বেগম বলেন, পরিষদে কেউ কিছু দান করলেও তা নিয়ে যায় না। আবার চেয়ারম্যান নিজের রুমে লাগানো এসি ভোটে হেরে যাওয়ার পর নিয়ে যাওয়া ঠিক নয়। আমরা চাই এসি এনে রুমে লাগিয়ে দেওয়া হোক।

এ বিষয়ে হাইকুল ইসলাম  বলেন, ওই এসি আমার ব্যক্তিগত টাকায় কেনা। যার জন্য আমি খুলে নিয়ে এসেছি।

চম্পক কুমার।



কোন মন্তব্য নেই

Ads Place