'শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে শিক্ষক দিবস-২২ পালিত হয়েছে। দিবসট...
'শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে শিক্ষক দিবস-২২ পালিত হয়েছে।
দিবসটির মাধ্যমে এটাই বলা হচ্ছে যে, শিক্ষাব্যবস্থার পরিবর্তন করতে পারেন একমাত্র শিক্ষকরাই। শিক্ষাক্ষেত্রে যে কোনো পরিবর্তন অবশ্যই শিক্ষকদের দিয়ে শুরু করতে হয়। অর্থাৎ শিক্ষকের পরিবর্তন হলেই শিক্ষার্থীর পরিবর্তন হয়। আর তখনই শিক্ষার পরিবর্তন ঘটে।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কালাই উপজেলার শিক্ষক সংগঠনগুলোর আয়োজনে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, কারিগরি, মাদরাসাসহ সব পর্যায়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করে উদযাপন করা হয়েছে এই দিবসটি।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা চত্তর থেকে বর্ণাঢ্য র্যালি কালাই মহাসড়ক প্রদক্ষিন করে। র্যালিতে সহস্রাধিক শিক্ষক অংশ নেয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার কাজী মনোয়ারুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ভুগইল হিজবুল দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মোনায়েম, জামুড়া বাসুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, নান্দাইল দীঘি কলেজের অধ্যক্ষ সামছুল আলম ফকির, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেন্দ্রনাথ দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এদিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হলেও এ বছর বাংলাদেশে সরকারিভাবে সারাদেশে প্রথমবারের মত ২৭ অক্টোবর উদযাপন করা হচ্ছে। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। বিশ্বের প্রায় ১০০টির মতো দেশ এ দিবসটি পালন করে।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই