Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

জয়পুরহাটে গৃহবধূ হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটের ক্ষেতলালে জমিজমা বিরোধে গৃহবধূ হত্যা মামলায় দুই সহোদর ভাইয়ের যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদ...

জয়পুরহাটের ক্ষেতলালে জমিজমা বিরোধে গৃহবধূ হত্যা মামলায় দুই সহোদর ভাইয়ের যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এই রায় প্রদান করেছেন।

মামলা সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামে জমিজমা বিরোধে ২০০৮ সালের ২ অক্টোবর দিবাগত রাতে মোমিনের স্ত্রী হাছিনা (৩৯) তার ছোট ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে বাড়ির প্রাচীর টপকিয়ে শয়ন ঘরে প্রবেশ করে। এরপর প্রতিবেশী আওলাদ ও দুলাল গৃহবধূ হাছিনাকে গলাটিপে হত্যা করে। এ সময় নিহতের ছোট ছেলে মেহেদী আসামিদের চিনে ফেলে। এ ঘটনায় নিহতের শ্বশুর কেরবান আলী সরদার বাদী হয়ে ৩ অক্টোবর ২০০৮ সালে প্রতিবেশী মৃত আঃ ছালামের ছেলে, জহুরুল হোসেন, দুলাল হোসেন (৫৪), আওলাদ হোসেনের (৪৬) নাম উল্লেখ করে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেন। 

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল হান্নান মিয়া ২০০৯ সালের ২৬ জানুয়ারি আদালতে তিন সহোদর ভাইয়ের মধ্যে জহুরুল হোসেনের নাম বাদ দিয়ে দুলাল হোসেন ও আওলাদের নামে অভিযোগ পত্র দাখিল করেন। মামলা চলাকালে ১৭ জন সাক্ষীর সাক্ষগ্রহণ শেষে রোববার দুপুরে দুই সহোদর ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম।

মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নন্দ কিশোর আগরওয়ালা বলেন, মামলার এ রায়ে তিনি সন্তুষ্ট না। তিনি উচ্চ আদালতে আপিল করবেন।

মামলার বাদী পক্ষের সরকারি কৌশলী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, দীর্ঘ শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম দুই সহোদর ভাইকে প্রতিবেশী গৃহবধূ হত্যার অভিযোগে যাবজ্জীবন ও দুজনের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

হারুনুর রশীদ।




 

কোন মন্তব্য নেই

Ads Place