জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তারেক রহমান (২৩) নামে এক কলেজ পড়ুয়া ছাত্র নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার জ...
জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তারেক রহমান (২৩) নামে এক কলেজ পড়ুয়া ছাত্র নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বামনগ্রাম হলদিবাড়ি পূর্বপাড়া এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহত তারেক উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ীহাটের সার ব্যবসায়ীক মো. ছানোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, নিহত তারেক জয়পুরহাট থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরের পথে সোমবার সন্ধ্যায় উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বামনগ্রাম হলদিবাড়ি পূর্বপাড়া এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল যাত্রী তারেক সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে মারা যান তিনি।
তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর।
কোন মন্তব্য নেই