Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

হিলিতে লাইনের উপর ট্রাক, লাল কাপড়ে রক্ষা পেল যাত্রী

দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে আমদানীকৃত পণ্য বোঝায় ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের সময় রেললাইন বরাবর এসে হয় বিকল। এমন সময় ভারত থেকে বাংলাদেশ...

দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে আমদানীকৃত পণ্য বোঝায় ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের সময় রেললাইন বরাবর এসে হয় বিকল। এমন সময় ভারত থেকে বাংলাদেশ ঢাকা গামী মিতালী এক্সপ্রেস ট্রেনও চলে আসে। সেখানে উপস্থিত জনতা লাল কাপড় উচিয়ে রক্ষা করে শতাধিক যাত্রী প্রাণ। ঘটনাটি রবিবার বিকালে হিলি স্টেশনের অদূরে ঘটে। এতে বাংলাদেশ-ভারত আধাঘন্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

হিলি চেকপোস্টের প্রত্যক্ষদর্শীরা জানান, চেকপোস্ট গেট দিয়ে ভারত থেকে আমদানিকৃত একটি পাথরবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করছিল। ট্রাকটি হিলি বন্দরের পানামা পোর্টে যাওয়ার সময় রেললাইনের উপর উঠামাত্র ইঞ্জিন বিকল হয়ে পরে। এদিকে ভারতের শিলিগুড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালী এক্সপ্রেস ট্রেনটিও বিরামপুর অতিক্রম করে হিলির দিকে আসতে থাকে।  এমতাবস্থায় হিলি চেকপোস্টে কর্ততব্যরত বিজিবি সদস্য ও স্থানীয়রা দ্রুত ১ং আউটার সিগনালের কাছে গিয়ে লাল কাপড় উড়াতে থাকে। একই সময় হিলি স্টেশন থেকে পাকশী কন্ট্রোলরুমে ঘটনা জানিয়ে দেয়। ট্রেনটি লাল কাপড় উড়ানো দেখে দাড়িয়ে যায়। পরে বিকল ট্রাকটি সচল হলে লাইন অতিক্রম করে। প্রায় ১৭ মিনিট পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ।

ভারতীয় ট্রেনযাত্রী হৈমন্তী সরকার জানান, দ্রুত গতির ট্রেন দেখি হঠাৎ থেমে গেল। পরে জানতে পারলাম রেললাইনের উপর একটি ট্রাক উঠে নষ্ট হয়েছে। লোকজনেরা ট্রেনটিকে না দাড় করালে হয়ত বড় একটা বিপদ হত। আমরা অল্পের জন্য প্রাণে বেচে গেলাম।

হিলি স্টেশন মাষ্টার তপন কুমার চক্রবতী বলেন, মিতালী এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টা ২৫ মিনিট বিরামপুর থেকে ছেড়ে আসে। এসময় হিলি চেকপোস্ট বরবার লাইনের উপর ভারতীয় পাথর বোঝায় একটি ট্রাক বিকল হয়। লাল পাতাকা উড়িয়ে ট্রেনটি থামানো হয়। পরে ট্রাকটি সচল হলে লাইন পার হলে মিতালী এক্সপ্রেসটি ঢাকার উদ্যেসে যাত্রা করে। এতে ট্রেনটি ১৭ মিনিট বিলম্ব হয়।

আকতার হোসেন বকুল।



 

কোন মন্তব্য নেই

Ads Place