জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় জয়পুরহাটে হাফিজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের...
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি হেলান উদ্দীন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা। আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌর জাতীয় পার্টির সভাপতি মঞ্জুরুল মঞ্জু, সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম রানা, জেলা যুব সংহতির আহবায়ক ফরহাদ আলী, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তনু মোস্তফা, জেলা ছাত্রসমাজের সভাপতি গোলাম কিবরিয়া জনি, সাধারণ সম্পাদক শামীম ইশতিয়াক জিম প্রমুখ।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা বলেন, 'পল্লী বন্ধু প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ জীবদ্দশায় দেশের মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করেছেন। ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করেছেন। রেডিও -টেলিভিশনে আযান সম্প্রচার শুরু করেন। বায়তুল মোকাররম মসজিদকে জাতীয় মসজিদ ঘোষণা করেন। গঠন করেন যাকাত বোর্ড। তাঁর রুহের মাগফেরাত কামনায় চলমান প্রক্রিয়া হিসেবে ইতোমধ্যে ১৫০ জন এতিম শিক্ষার্থীদের কুরআন শরিফ বিতরণ করা হয়েছে। কুরআন শরিফ বিতরণের এ ধারা অব্যাহত থাকবে।
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই